বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

বাংলাদেশ গার্মেন্টস উৎপাদক ও রাপ্তানিকারক সমিতি BGMEA

 BGMEA হলো- বাংলাদেশের তৈরী পোশাক শিল্প সম্পকিত সব চাইতে বড় বাণিজ্যিক সমিতি। বাংলাদেশের অর্থনীতিতে এই প্রতিষ্ঠানের অবদান অপরিসীম। BGMEAএকটি ২৭ সদস্য বিশিষ্ট BORD OF DIRECTORS দ্বারা পরিচালিত হয়। BGMEA ১৯৭৮ সালে মাত্র ১২ জন সদস্য নিয়ে যাত্রা  করে।বর্তমানে এই প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা ৫১৫০। BGMEA এর সদস্য ফ্যাক্টরির ৪০% হল kintwear এবং sweater উৎপাদক এবং বাঁকি ৬০% woven উতপাদক।BGMEAএর ওয়েব সাইট ঠিকানা হলঃ www.bgmea.com.bd এই প্রতিষ্ঠান সম্পকিত যাবতীয় তথ্য এই ওয়েব সাইট এ পাওয়া যায়।

সোমবার, ৪ মার্চ, ২০১৩

বাংলাদেশের গার্মেন্টস ইতিহাস


##  ১৮৯২ সালে প্যারীতে মাত্র আশি সেলাই মেশিন নিয়ে  প্যারী সেনাবাহিনীর পোশাক তৈরীর জন্য সর্ব প্রথম পোশাক শিল্পের (আর এম জি) যাত্রা শুরু হয়।

## ১৮৫৬ সালে যুক্তরাজ্যের জন বারেন মাত্র তিনটি সেলাই মিশিন দিয়ে প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি চালু করেন। 

## ১৯৬০ সালে ঢাকার উর্দু রোডে বাংলাদেশের সর্ব প্রথম গার্মেন্টস প্রতিষ্ঠিত হয়, যার নাম ছিল "রিয়াজ গার্মেন্টস"।

## ১৯৬৭ সালে দশ হাজার পিস শার্ট রিয়াজ গার্মেন্টস হতে ইংল্যান্ড এ রাপ্তানি করা হয়।

## ১৯৮০ সালের পূর্বে কিছু বাংলাদেশি কোরিয়ার  "Daewoo company" হতে ফ্রী ট্রেনিং