সোমবার, ৪ মার্চ, ২০১৩

বাংলাদেশের গার্মেন্টস ইতিহাস


##  ১৮৯২ সালে প্যারীতে মাত্র আশি সেলাই মেশিন নিয়ে  প্যারী সেনাবাহিনীর পোশাক তৈরীর জন্য সর্ব প্রথম পোশাক শিল্পের (আর এম জি) যাত্রা শুরু হয়।

## ১৮৫৬ সালে যুক্তরাজ্যের জন বারেন মাত্র তিনটি সেলাই মিশিন দিয়ে প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি চালু করেন। 

## ১৯৬০ সালে ঢাকার উর্দু রোডে বাংলাদেশের সর্ব প্রথম গার্মেন্টস প্রতিষ্ঠিত হয়, যার নাম ছিল "রিয়াজ গার্মেন্টস"।

## ১৯৬৭ সালে দশ হাজার পিস শার্ট রিয়াজ গার্মেন্টস হতে ইংল্যান্ড এ রাপ্তানি করা হয়।

## ১৯৮০ সালের পূর্বে কিছু বাংলাদেশি কোরিয়ার  "Daewoo company" হতে ফ্রী ট্রেনিং
পেয়েছিল।এই লোকেরা বাংলাদেশে ফিরে আসে এবং নিজেরাই কিছু নতুন ফ্যাক্টরি শুরু করে।

## বর্তমানে বাংলাদেশে প্রায়  ৪৮০০ গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে।

## বর্তমানে প্রায় চার হাজার ফ্যাক্টরি ঢাকা এবং ঢাকার আসে-পাশে অবস্থিত আর অবশিষ্ট আটশত ফ্যাক্টরি চিটাগাং এ অবস্থিত।

## বেশ কয়েক লক্ষ লোক গার্মেন্টস শিল্পে জরিত এবং তার মধ্যে ৯০% ই মহিলা।

## ১৯৯১ সালে তৈরী পোশাক শিল্পে (আর এম জি) শ্রমিক ছিল ৫৮২০০০ জন এবং এটা ১৯৯৮ সালে হয়েছিল ১৪০৪০০০ জন এ।

## এখন তৈরী পোশাক শিল্প (আর এম জি) হতে বৈদেশিক মুদ্রার প্রায় ৭৬% অর্জিত হয়।

Source: Garmentsbd.hubpages ( ইংরেজি হতে বাংলায় অনুবাদ করা হয়েছে)
Photo from: Thedailystar.net (Photo: Syed Zakir Hossain)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন